বেশি বয়সেও কাজ করা স্বাস্থ্যের জন্য ভাল

বেশি বয়সেও কাজ করা স্বাস্থ্যের জন্য ভাল

rupcare_old1
আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কাজ করে এবং তারপর অবসরে যায়। অনেকে আছে যাদের কাজ করতে ভাল লাগেনা। আবার কিছু লোক আছে শক্তিসামর্থ্য থাকার ফলে কাজ করার ইচ্ছা আছে তবুও নিয়মের কারণে তাঁদেরকে একটা নির্দিষ্ট সময়ের পর অবসর নিতে হয়, যা তাঁদের মাঝে বিরূপ প্রভাব ফেলে৷
এভাবে অবসর নেয়ার কারণে কাজ পাগল, ব্যস্ত মানুষটি হঠাৎ করেই কাজহীন হয়ে পড়েন৷ তাঁকে সারাদিন ঘরে বসে থাকতে হয়৷ মানুষজনের সঙ্গে যোগাযোগ কমে যায়৷ ফলে অনেকটা হতাশা ঘিরে ধরে তাঁকে৷ আর এভাবেই ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিলোপ রোগের জন্ম ঘটে৷Dementia-diagnosis-rates-rise
সারা বিশ্বে প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এই রোগে ভুগছেন৷ এর মধ্যে বেশিরভাগই আলঝেইমারের (স্মৃতি লোপ) রোগী৷
ফ্রান্সের একদল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণা চালিয়ে বলেছেন, দেরি করে অবসর নিলে ডিমেনশিয়া রোগীর সংখ্যা কমতে পারে৷ তাঁরা বলছেন, কোনো ব্যক্তি যদি এক বছর বেশি কাজ করেন তাহলে তাঁর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩.২ শতাংশ কমে যায়৷
প্রায় পাঁচ লক্ষ মানুষের উপর জরিপ চালিয়ে এসব তথ্য জানতে পেরেছেন ফরাসি বিজ্ঞানীরা৷ যে কোনো বিচারেই এটা অনেক বড় একটা গবেষণা৷ ফলে একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না এর ফলাফল৷
signs-dementia_364x200_122374065
যুক্তরাষ্ট্রের বোস্টনে আলঝেইমার বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে এই গবেষণাটি উপস্থাপন করা হয়৷
ফ্রান্সে বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা ৬৫ বছর৷ গবেষক দল বলছেন, চাকরিজীবীরা যতদিন চাইবেন ততদিন তাঁদের কাজ করতে দেয়া উচিত৷ কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো৷
আপনিও কি বেশি বয়সে কাজ করতে চান?

Comments