ফুসফুসের ক্যান্সার

ফুসফুসের ক্যান্সার

ফুসফুসের ক্যান্সার (ইংরেজি: Lung cancer) একটি রোগ যাতে ফুসফুসের টিস্যুগুলিতে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধি ঘটে। এই বৃদ্ধির ফলে মেটাস্টেসিস, প্রতিবেশী টিস্যু আক্রমণ এবং ফুসফুসের বাইরে সংক্রমণ ঘটতে পারে। প্রাথমিক ফুসুফুসের ক্যান্সারের অধিকাংশই ফুসফুসের কার্সিনোমা, যা ফুসফুসের এপিথেলিয়াল কোষগুলিতে ধরা পড়ে। ফুসফুসের ক্যান্সার পুরুষদের ক্যান্সার-জনিত মৃত্যুর প্রধান কারণ এবং মহিলাদের এরূপ মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। [১][২] ফুসফুসের ক্যান্সারের কারণে প্রতি বছর বিশ্বে ১৩ লক্ষ লোক মারা যান। [৩] ফুসফুসের ক্যান্সারের সাধারণ লক্ষণ শ্বাস নিতে সমস্যা, রক্তসহ কাশি, এবং ওজন হ্রাস। [৪]
বুকের এক্স-রে পরীক্ষা এবং কম্পিউটার টমোগ্রাফির মাধ্যমে ফুসফুসের ক্যান্সার ধরা যেতে পারে। পরবর্তীতে একটি বায়পসির মাধ্যমে এটি নিশ্চিত করা সম্ভব। শল্যচিকিৎসা, কিমোথেরাপি, এবং রেডিওথেরাপির মাধ্যমে এর চিকিৎসা করা যায়। ৫ বছর চিকিৎসার পর রোগীর বেঁচে যাওয়ার হার ১৪% [৪]

তথ্যসূত্র

  1. [[World Health Organization|WHO]] (2004)। "Deaths by cause, sex and mortality stratum" (PDF)। World Health Organization। সংগৃহীত 2007-06-01
  2. "Lung Cancer Facts (Women)"। National Lung Cancer Partnership। 2006। সংগৃহীত 2007-05-26
  3. [[World Health Organization|WHO]] (February 2006)। "Cancer"World Health Organization। সংগৃহীত 2007-06-25
  4. Minna, JD (2004)। Harrison's Principles of Internal Medicine। McGraw-Hill। পৃ: 506–516। আইএসবিএন 0071391401ডিওআই:10.1036/0071402357

Comments